36484

08/16/2025 শক্তি প্রদর্শনে পুতিনের মাথার ওপর বি-২ বোমারু উড়ালো যুক্তরাষ্ট্র (ভিডিও)

শক্তি প্রদর্শনে পুতিনের মাথার ওপর বি-২ বোমারু উড়ালো যুক্তরাষ্ট্র (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

১৬ আগস্ট ২০২৫ ১৩:৩৪

নিজেদের শক্তি প্রদর্শনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথার ওপর দিয়ে নিজেদের বি-২ বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল শুক্রবার (১৫ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আলাস্কায় যান পুতিন। তিনি বিমানবন্দরে বিমান থেকে নেমে ট্রাম্পের সঙ্গে হাত মেলান। এরপর দুজন একসঙ্গে এগিয়ে আসছিলেন। তখনই শক্তিশালী বি-২ বোমারু উড়ে যায়।

ওই সময় অনেকটা চমকে ওঠেন পুতিন। তিনি শব্দ শুনে আকাশের দিকে তাকান।

বি-২ বোমারু যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান। এটি অন্যদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সহজে ভেদ করতে পারে। চলতি বছরের জুনে ইরানের ফর্দোসহ অন্যান্য পরমাণু কেন্দ্রে হামলায় যুক্তরাষ্ট্র এ বিমান ব্যবহার করে।

২২ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দুই প্রেসিডেন্ট লাল কার্পেটের ওপর হেঁটে একটি স্টেজের দিকে আসছেন। বি-২ বোমারুর সঙ্গে অন্য আরও যেসব বিমান উড়ে আসছে সেগুলো যাওয়ার সময় পুতিন উপরের দিকে ফিরে তাকান।

বি-২ বোমারুর একেকটির দাম ২ দশমিক ১ বিলিয়ন ডলার। এখন পর্যন্ত বিশ্বে বানানো সবচেয়ে দামি বিমান এটি।

বি-২ বোমারু বিমান আকাশেই জ্বালানি নিতে পারে। এরফলে এটি বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। এটি সাধারণ ও পারমাণবিক উভয় অস্ত্র বহন করতে পারে। এটি একসঙ্গে ১৬টি বি৮৩ পারমাণবিক বোমা বহন করে উড়তে পারে।

গত জুনে ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্র অন্তত ছয়টি বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করেছে। যেগুলোর একেকটির ওজন ৩০ হাজার পাউন্ড।

বিমানটিতে দুজন পাইলট থাকলেও, এটির বেশিরভাগ কার্যকর্ম চলে স্বয়ংক্রিয়ভাবে। এতে করে পাইলটদের খুব বেশি চাপ নিতে হয় না।

এদিকে ট্রাম্প-পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধের লক্ষ্যে বৈঠকে বসলেও; বৈঠক শেষে এ ধরনের কোনো ঘোষণা আসেনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]