36522

08/17/2025 বিএনপি নেতাকর্মীদের নজিরবিহীন নির্যাতন করা হয়েছে: হাসান সরকার

বিএনপি নেতাকর্মীদের নজিরবিহীন নির্যাতন করা হয়েছে: হাসান সরকার

জেলা সংবাদদাতা, গাজীপুর

১৬ আগস্ট ২০২৫ ২০:২৬

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর নজিরবিহীন নির্যাতন-জুলুম করা হয়েছে। যা বিশ্বের ইতিহাসে কোনো দেশে কোনো নেতা বা নেত্রীকে করে নাই।

শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গী বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত নবগঠিত গাজীপুর-৬ সংসদীয় এলাকার মহিলা দলের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লালিত স্বপ্নকে বাস্তবায়নের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের হাল ধরেন। তিনি তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরও ফ্যাসিস্ট হাসিনার জুলুম-অত্যাচার থেকে রেহাই পাননি। তিনি দেশের মানুষ ও দলের জন্য বহু কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন।

মতবিনিময় সভায় তিনি বলেন, দেশ গঠনে নারীর ভূমিকা অনস্বীকার্য। তারা সমাজের ভিত্তি এবং তাদের ছাড়া দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। সমাজের প্রতিটি ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনার সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা মহিলা দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসনা হেনার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর মহিলা দলের শ্রম বিষয়ক সম্পাদক ফেরদৌসী বেগম, গাছা থানা মহিলা দলের সভানেত্রী সালেহা বেগম, মহানগর মহিলা দলের নেত্রী আমিরুন নেছা, হালিমা বেগম, মোর্শেদা বেগম, মমতাজ বেগম, ইয়াসমিন বেগম, জানু বেগম প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী বাবর আলী, আতিকুর রহমান আতিক, শহীদ জিয়া স্মৃতি সংসদের গাজীপুর মহানগরের আহ্বায়ক নূরুল ইসলাম ফরহাদ প্রমুখ।

সভায় মহিলা নেত্রীরা বলেন, হাসান উদ্দিন সরকার টঙ্গী তথা গাজীপুরের উন্নয়নের রূপকার। তিনি পর পর দুই বার টঙ্গী পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালে উন্নয়নের এলাকার উন্নয়নের গোড়াপত্তন করেছিলেন। মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা বলেন, হাসান উদ্দিন সরকার গাজীপুরে ঝোপঝাড় পরিষ্কার করে শিয়াল তাড়িয়ে শিক্ষার আলো ছড়িয়েছেন। অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে শিল্প এলাকাকে শিক্ষা নগরীতে পরিণত করেছেন। কাজেই হাসান উদ্দিন সরকারই গাজীপুর-৬ আসন থেকে মনোনয়নের যোগ্য। তিনি মনোনয়ন পেলে এ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। মহিলা দল বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের বিজয় নিয়েই ঘরে ফিরবে, ইনশাআল্লাহ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]