36534

08/17/2025 নাটোরে বাবার হাতে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের

নাটোরে বাবার হাতে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের

জেলা সংবাদদাতা, নাটোর

১৭ আগস্ট ২০২৫ ১১:২৯

নাটোরের সিংড়ায় বাবার ধারালো অস্ত্রের আঘাতে শরিফুল ইসলাম (৩০) নামে এক মাদকাসক্ত ছেলে নিহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাবা শহিদ আলী ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা চেয়ে প্রায়ই তিনি মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। শনিবার বিকেল থেকে বাবা-ছেলের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়, যা রাত পর্যন্ত গড়ায়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবা শহিদ আলী ধারালো হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করলে শরিফুল ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দা সেলিম খান বলেন, শরিফুল মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া করতেন। এ নিয়ে গ্রামে একাধিকবার বিচার-সালিশও হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত শহিদ আলী পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]