36579

08/18/2025 রক্তাক্ত ছবি প্রকাশ করলেন উরফি, কী হয়েছে অভিনেত্রীর?

রক্তাক্ত ছবি প্রকাশ করলেন উরফি, কী হয়েছে অভিনেত্রীর?

বিনোদন ডেস্ক

১৭ আগস্ট ২০২৫ ১৮:১৩

কখনও পোশাক কখনও বেফাঁস কথাবার্তা বলে আলোচনায় থাকেন উরফি জাভেদ। কদিন আগে তো কসমেটিক্স সার্জারিতে মুখেওর মানচিত্র বদলে গিয়েছিল। এবার তাকে দেখা গেল রক্তাক্ত অবস্থায়।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করেছেন উরফি। সেখানে রক্তাক্ত দেখা গেছে তাকে। আজ রোববার ইনস্টাগ্রামে দেওয়া উরফির ওই ছবিতে দেখা যায় চখের নিচে কেটে গেছে। পড়ছে রক্ত। বিতর্কিত এ ইনফ্লুয়েন্সারকে এরকম রূপে দেখে বিচলিত নিন্দুকেরাও।

ইন্সটাগ্রাম স্টোরিতে উরফি নিজের এই ছবি ভাগ করে জানান, তাঁর পোষ্য বিড়াল হঠাৎ এসে আঁচড়ে দিয়েছে। হুট করে এমন অবস্থা হবে তাঁর তা নিজেও বুঝতে পারেননি উরফি।

এদিকে কদিন আগে প্রেম বিয়ে নিয়ে গুঞ্জন ওঠে উরফির। শোনা যায়, তার হবু স্বামী নাকি দিল্লিনিবাসী শিল্পপতি। উরফি আর তিনি নাকি দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন। তবে জানা গেছে, উরফি ভাইরাল হতে ভালোবাসলেও তার প্রেমিক তথা হবু স্বামী একেবারেই প্রচারবিমুখ। একসঙ্গে কখনই তাই ধরা দেননি তারা ক্যামেরার সামনে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]