36634

08/18/2025 দুই যুবকের প্যান্টের পকেটে মিলল কোটি টাকার স্বর্ণ

দুই যুবকের প্যান্টের পকেটে মিলল কোটি টাকার স্বর্ণ

জেলা সংবাদদাতা,যশোর

১৮ আগস্ট ২০২৫ ১৬:৫১

যশোরে পাঁচটি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ৮১ হাজার ৪০২ টাকা।

আটককৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হালিম ও শহিদুলকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৮৩১ গ্রাম।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন- তারা স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। একজন ঢাকা থেকে নাভারণ এবং অপরজন ঢাকা থেকে কাজীরহাট হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তারা ঢাকার যাত্রাবাড়ী ও তেঘরিয়া (কেরাণীগঞ্জ) এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করেছিলেন।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

যশোরে পাঁচটি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ৮১ হাজার ৪০২ টাকা।

আটককৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হালিম ও শহিদুলকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৮৩১ গ্রাম।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন- তারা স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। একজন ঢাকা থেকে নাভারণ এবং অপরজন ঢাকা থেকে কাজীরহাট হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তারা ঢাকার যাত্রাবাড়ী ও তেঘরিয়া (কেরাণীগঞ্জ) এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করেছিলেন।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]