36675

08/19/2025 ব্রিজের পাশে পড়ে ছিল কার্টন, ভেতরে নবজাতকের লাশ

ব্রিজের পাশে পড়ে ছিল কার্টন, ভেতরে নবজাতকের লাশ

জেলা সংবাদদাতা,খাগড়াছড়ি

১৯ আগস্ট ২০২৫ ১৫:৪০

খাগড়াছড়িতে ব্রিজের পাশে ময়লার স্তুপে পড়ে থাকা কার্টন থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টা দিকে খাগড়াছড়ি পৌরসভার ব্রিজের সংলগ্ন ময়লার স্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটা দিকে পৌরসভার ব্রিজ পাশে ময়লা স্থানে কার্টন বক্স থেকে মৃত নবজাতককে পাওয়া গেছে। পরে পুলিশকে জানানো হলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এই ব্যাপারে বক্তব্য নিতে একাধিক বার ফোন দিলে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা ফোন রিসিভ করেননি।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, দুপুরে সদ্য মৃত নবজাতককে একটি কার্টন বক্সের করে রেখে যায়। আমরা খবর পেয়ে উদ্ধার করে পোস্টমর্টেম করতে সদর হাসপাতালে প্রেরণ করি।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]