36690

10/25/2025 মালাইকাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ, যে জবাব অভিনেত্রীর

মালাইকাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ, যে জবাব অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

১৯ আগস্ট ২০২৫ ১৪:০৯

৫১ তে ২১-এর আবেদন ছড়ান মালাইকা অরোরা। আট থেকে আশি বুঁদ তার সৌন্দর্যে। কিন্তু নিন্দুকেরা বারবার মনে করিয়ে দেন যথেষ্ট বয়স হয়েছে পর্দার মুন্নির। কেউ কেউ কটাক্ষ করেন ‘বুড়ি’ বলে। মন্তব্যগুলোতে মনের অবস্থা কেমন হয়? ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, “অনেকেই আমাকে বলে ‘বুড়ি’! কাউকে এই সব কথা কীভাবে বলা যায়? মাঝেমধ্যে এসব শুনলে খারাপ লাগে ঠিকই। বিন্দুমাত্র সংবেদনশীলতা নেই এদের মধ্যে। এরা শুধু আমার সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্বটাই দেখতে পায়।”

মন্তব্যগুলো মালাইকাকে ভেতরে ভেতরে আহত করে বলে জানান অভিনেত্রী। কটাক্ষকারীদের উদ্দেশে তার বক্তব্য, “আপনারা এগিয়ে যান এবং যা মন চায় বলতে থাকুন। আমার তাতে কোনো অসুবিধা নেই।”

তবে মালাইকা মন খারাপের সময় পাশে পান পুত্র আরহান খানকে। তা-ই ছেলেকেই একমাত্র ভরসা মানেন তিনি। বলেন, “আমার পুত্র আমার অন্যতম ভরসা। ও সব সময় বোঝায়, ‘কে কী বলছে, তাতে কীই বা এসে গেল! তুমি কেন মন খারাপ করছ?’ পুত্রের স্বান্তনা বাক্যকে শক্তি করেই সামনে এগিয়ে যান অভিনেত্রী।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]