36725

08/20/2025 অর্জুন কাপুর ইনস্টাগ্রামে কেন কমেন্ট সেকশন বন্ধ করলেন?

অর্জুন কাপুর ইনস্টাগ্রামে কেন কমেন্ট সেকশন বন্ধ করলেন?

বিনোদন ডেস্ক

২০ আগস্ট ২০২৫ ১০:৪৯

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি মিমের কারণে বলিউড অভিনেতা অর্জুন কাপুর তার ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করেছেন। হঠাৎ করে একটি ভিডিও ক্লিপ থেকে তৈরি হওয়া মিম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে মুক্তি পাওয়া 'হাফ গার্লফ্রেন্ড' ছবির প্রেস ইভেন্ট থেকে। সেই অনুষ্ঠানের মাত্র পাঁচ সেকেন্ডের একটি ক্লিপ সম্প্রতি আবার নতুন করে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, অর্জুন কাপুর শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রয়েছেন।

মিম নির্মাতারা এই ক্লিপের সঙ্গে ‘দাদা সাধু হোক আন্ডারওয়ার্ল্ড’ ট্র্যাকটি জুড়ে দিয়ে নতুন করে তৈরি করেন একটি প্যারোডি ভিডিও। মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এবং অর্জুন কাপুরকে নিয়ে শুরু হয় নানা ধরনের উপহাস ও ট্রোল। এই ভিডিওটি 'অর্জুন কাপুর মেম গান' নামেই বেশি পরিচিত।

সেই সময়ও সেই ছবিগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং ট্রোল করা হয়েছিল তাকে। বারবার এই ধরনের উপহাসের শিকার হওয়ায় অবশেষে তিনি তার ইনস্টাগ্রাম কমেন্ট র্সেকৃশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, অর্জুন কাপুরকে শেষ দেখা গিয়েছিল 'মেরে হাজব্যান্ড কি বিবি' ছবিতে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছিলেন রকুল প্রীত সিং এবং ভূমি পেডনেকর। গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]