36733

08/20/2025 বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে থাকছেন সোহান!

বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে থাকছেন সোহান!

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট ২০২৫ ১১:৫৭

আসন্ন এশিয়া কাপ সামনে রেখে চলতি আগস্টের প্রথম সপ্তাহে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ তবে আগামী ২২ আগস্টের মধ্যে আইসিসির কাছে ১৫ সদস্যের চূড়ান্ত দল দিতে হবে বিসিবিকে।

বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে কারা থাকছেন এ নিয়ে খুব একটা চমক থাকছে না। ঘুরে ফিরে চেনা মুখগুলোকেই দেখা যেতে পারে।

শোনা যাচ্ছে, স্কোয়াডে সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের। বিসিবির একটি সূত্র থেকে এমনটি জানা গিয়েছে। দেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার সোহান। ঘরোয়া ক্রিকেটের প্রায় সব আসরেই নিজেকে প্রমাণ করে চলেছেন উইকেটকিপার এই ব্যাটার।

২০২৩ সালের ডিসেম্বরের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি নুরুল হাসান সোহানকে। তবে এই সময়ে ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত পারফর্ম করে চলেছেন। যার সুবাদে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন সোহান। সবশেষ ২০২৩ সালে আন্তর্জাতিক ওয়ানডে ও টেস্ট খেলেছেন। এরপর আর সুযোগ পাননি তিনি।

অবশ্য জাতীয় দলে জায়গা পাওয়া কিংবা বাদ পড়া এসবকে স্বাভাবিকভাবেই দেখেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়াতে ‘এ’ দলের হয়ে টুর্নামেন্টে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সেখানে খেলতে যাওয়ার আগে সোহান বলেছিলেন, যে যোগ্য, যে ভালো করছে; সে-ই জাতীয় দলে সুযোগ পাওয়ার অধিকার রাখে।

ছোটবেলা থেকেই যে জাতীয় দলে খেলার স্বপ্ন ছিল, সেটি এখনও অক্ষুণ্ন আছে সোহানের, ‘বাংলাদেশ দলের হয়ে খেলাটা অনেক বড় গর্বের ব্যাপার। সেখানে খেলার স্বপ্ন ছোট থেকেই দেখে আসছি, এখনও সেই স্বপ্ন দেখছি। যদি সুযোগ পাই, অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

আনুষ্ঠানিকভাবে বিসিবি কখন দল ঘোষণা করে সেটিই এখন দেখার বিষয়। এরই মধ্যে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান ও ভারত নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। এশিয়া কাপ মিশনে যাওয়ার আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]