36807

08/21/2025 খুশকি দূর করবে কর্পূর, ব্যবহার করবেন যেভাবে

খুশকি দূর করবে কর্পূর, ব্যবহার করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

২১ আগস্ট ২০২৫ ১২:২৪

অস্বস্তিকর একটি সমস্যা খুশকি, বিরক্তিকরও বটে। গাঢ় রঙের পোশাক পরার পর ঘাড় আর পিঠে খুশকি ছড়িয়ে থাকলে মেজাজ কার না খারাপ হয়? যাদের খুশকির সমস্যা বেশি তারা অন্যদের সামনে বিব্রতকর সমস্যায়ও পড়েন। মাথা থেকে এটি দূর করা সহজ বিষয় নয়।

খুশকি দূর করতে ঘরোয়া কিছু উপাদান কার্যকরী ভূমিকা রাখে। এক্ষেত্রে ভরসা রাখতে পারেন কর্পূরে। কীভাবে খুশকি দূর করতে কর্পূর ব্যবহার করবেন জানুন তার উপায়-

ক্যাস্টর অয়েলের সঙ্গে কর্পূর
খুশকির সমস্যা সমাধানে কর্পূরের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারে। এক্ষেত্রে কর্পূর গুঁড়ো করে তেলের সঙ্গে মেশান। এই তেল মাথার ত্বকে ম্যাসেজ করুন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। তবে মাথার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয় তাহলে ক্যাস্টর অয়েল ব্যবহার না করাই ভালো।

নারকেল তেলের সঙ্গে কর্পূর
ছোট একটি পাত্রে পরিমাণমতো নারকেল তেল নিন। হালকা গরম করে তার মধ্যে এক চিমটি কর্পূরের গুঁড়ো মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে ওই তেল মাথায় মেখে রাখুন। ঘণ্টাখানেক পর শ্যাম্পু করে ফেলুন। এই টোটকায় খুশকি অনেকটাই দূর হবে।

অলিভ অয়েলের সঙ্গে কর্পূর
মাথা থেকে খুশকি দূর করতে কর্পূরের সঙ্গে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। একইভাবে অলিভ অয়েল হালকা গরম করে তার সঙ্গে এক চিমটি কর্পূর মিশিয়ে নিন। মাথায় এই মিশ্রণ মেখে রেখে দিন কিছুক্ষণ। এরপর শ্যাম্পু করে ফেলুন। এতে চুল পড়া ও খুশকি— দুই-ই কমবে। মাথার শুষ্ক ত্বক কিংবা রুক্ষ চুলের জন্যও এই টোটকা দারুণ কাজ করে।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]