প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যাওয়া হ্যারিকেন অ্যারিন আকারে বড় হচ্ছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে-হারিকেনটি ক্যাটাগরি-২ শক্তির ছিল। এটি শক্তি বৃদ্ধি করতে পারে।
যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের পাশ দিয়ে যাওয়া হারিকেনটির সরাসরি স্থলে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। তবে এটির প্রভাবে বিপজ্জনক উল্টো ঢেউ এবং সমুদ্র উত্তাল থাকবে।যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার হারিকেন অ্যারিনের ঝড়ো বাতাস-শক্তি কেন্দ্র থেকে ৩২০ মাইল পর্যন্ত বিস্তৃত হয়েছে। যা বুধবার রাতে ২৬৫ মাইল ছিল।
জাতীয় হারিকেন সেন্টার আরও জানিয়েছে, বৃহস্পতিবার সকালে হারিকেনটির ঝাপটা উত্তর ক্যারোলিনার বাইরের অংশ এসে পৌঁছেছে। যা ভার্জিনিয়া উপকূল দিয়ে ছড়াবে।
হারিকেনটি এখন উত্তর ক্যারোলিনার পাশ দিয়ে যাচ্ছে। এটি যেহেতু উপকূলে সরাসরি আঘাত হানবে না, তাই সরাসরি কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। তবে হারিকেনটির প্রভাবে সৃষ্ট বিশাল ঢেউ নিম্নাঞ্চলগুলো প্লাবিত করতে পারে।
হারিকেনটি আগামী শনিবার দুর্বল হয়ে সাধারণ সামুদ্রিক ঝড়ে রূপ নেবে।
বর্তমানে এটি ক্যাটাগরি-২ হ্যারিকেন হলেও; গত শনিবার শক্তি সঞ্চার করে এটি ক্যাটাগরি-৫ এ রূপ নেয়। খুবই কম সময়ের মধ্যে সর্বোচ্চ শক্তি ধারণ করে এটি ইতিহাস গড়েছিল।
বিপজ্জনক উল্টো ঢেউ ও জলোচ্ছ্বাশের শঙ্কার কারণে যুক্তরাষ্ট্র তাদের উপকূলীয় অঞ্চলের অনেক মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নিয়েছে। যতদিন হারিকেনটির প্রভাব থাকবে ততদিন সেখানকার মানুষকে উপকূল থেকে দূরে রাখা হবে।
ডিএম/রিয়া