গত ১৫ জুলাই কন্যাসন্তানের বাবা-মা হন বলিউডের জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। যদিও তারা এখনও মেয়ের নাম বা ছবি প্রকাশ করেননি, তবে কিয়ারা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার মেয়ের নাম ‘কিয়ারা’ রাখতে চান অভিনেত্রী।
এ নিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘আমি ভেবেছিলাম, কী সুন্দর নাম! আমার যদি মেয়ে হয়, তার নাম কিয়ারা রাখব। কিন্তু তার আগে আমার নিজের জন্যই একটি নামের দরকার ছিল, তাই আমি এই নামটি ব্যবহার করা শুরু করি।’
মূলত, কিয়ারার আসল নাম আলিয়া আদভানি। কিন্তু আলিয়া ভাটের সঙ্গে নামের বিভ্রান্তি এড়াতে তিনি নিজের নাম পরিবর্তন করেন বলে সাক্ষাৎকারে জানান অভিনেত্রী।
তুমি আমার দুনিয়াটাই বদলে দিয়েছ : কিয়ারা
কিয়ারা এও জানান, প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর কাপুরের ছবি ‘আনজানা আনজানি’-তে কিয়ারা নামটি শুনেছিলেন এবং তখনই নামটি তার খুব ভালো লেগে যায়।
কিয়ারা বলেন, ‘২০১৪ সালে যখন আমি বলিউডে পা রাখি, তখন থেকেই আমার নাম কিয়ারা। আমি দর্শককে আলিয়া ভাটের সঙ্গে বিভ্রান্ত করতে চাইনি, কারণ তিনি তখন একজন সুপারস্টার ছিলেন। নিজের একটি আলাদা পরিচয় তৈরি করাটা আমার কাছে সঠিক মনে হয়েছিল।’
ডিএম/রিয়া