36870

08/24/2025 ভারতে ফের মেঘভাঙা বৃষ্টিতে ধসে গেল ঘরবাড়ি-রাস্তা

ভারতে ফের মেঘভাঙা বৃষ্টিতে ধসে গেল ঘরবাড়ি-রাস্তা

আন্তর্জাতিক ডেস্ক

২৩ আগস্ট ২০২৫ ১০:৩৮

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে অনেক বাড়িঘর, দোকান, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত এবং এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন এবং এসডিআরএফ বাহিনী।

শুক্রবার (২২ আগস্ট) মধ্যরাতে জেলার থারালি এলাকায় মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। এতে থারালি শহর, আশেপাশের গ্রাম এবং বাজার বিপর্যস্ত হয়ে পড়ে।

এর আগে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের চাশোতি গ্রামে মেঘ বিস্ফোরণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মুহূর্তের মধ্যেই চার ফুট উঁচু পাথর-কাদার স্রোত ও অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিচু অঞ্চলের সবই ভাসিয়ে নিয়ে গেছে। এতে করে নিচু জায়গাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এতে প্রায় ৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবারের মেঘভাঙা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে থারালি বাজার, কোটদ্বীপ এবং তহসিল প্রাঙ্গণে। এখানে ধ্বংসাবশেষ তহসিল প্রাঙ্গণ, এসডিএম বাসভবন এবং অনেক বাড়িতে প্রবেশ করেছে। তহসিল প্রাঙ্গণে পার্ক করা অনেক যানবাহন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, সাগওয়ারা গ্রামে, ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মেঘভাঙা বৃষ্টির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসন তাৎক্ষণিকভাবে ত্রাণ কাজের জন্য গ্রামে পৌঁছায়। চেপডন বাজারে ধ্বংসস্তূপের কারণে অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও, একজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]