36906

08/24/2025 আবারও পেঁয়াজ আমদানি বন্ধ, দাম ঊর্ধ্বমুখী

আবারও পেঁয়াজ আমদানি বন্ধ, দাম ঊর্ধ্বমুখী

জেলা সংবাদদাতা, সাতক্ষীরা

২৩ আগস্ট ২০২৫ ১৫:৩০

দেশে পেঁয়াজের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। ভারত থেকে আমদানি শুরু হয়েছিল। কিন্তু বাংলাদেশি আমদানিকারকদের ইমপোর্ট পারমিট (আইপি) হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ভোমরা বন্দরে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে। এর ফলে বাজারে কেজিপ্রতি দাম ৬৫–৭০ টাকায় পৌঁছেছে এবং সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ও কাস্টমস সূত্রে জানা যায়, সবশেষ ২৭ মার্চ ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়। এর মধ্যে অতিবৃষ্টিতে স্থানীয় ফসলের ক্ষতি হওয়ায় বাজারে পেঁয়াজসহ অন্যান্য সবজির দাম বেড়ে যায়। একপর্যায়ে সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে ৮০ টাকায় পৌঁছে যায়।

এ অবস্থায় সরকার ১৭ আগস্ট থেকে আমদানি অনুমোদন দিলে ভোমরা বন্দরে পেঁয়াজ আসা শুরু হয়। ওইদিন ৭টি ট্রাকে ২০২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। এতে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং বাজারে কিছুটা প্রভাব পড়ে।

তবে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, ভোমরায় ৪৫–৫০ টাকায় বিক্রি হওয়া আমদানি করা পেঁয়াজ স্থানীয় বাজারে না এসে অধিক লাভের জন্য সরাসরি রাজধানীসহ দেশের অন্যান্য জেলায় চলে যাচ্ছে। ফলে সাধারণ ক্রেতাদের এখনও ২০–৩০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, আইপি বন্ধ হয়ে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে। বাজারে ফের ঘাটতি দেখা দিচ্ছে এবং দাম ঊর্ধ্বমুখী। দ্রুত আইপি অনুমোদন না দিলে সমস্যা আরও বাড়বে।

কাস্টমস সূত্রে জানা যায়, গত পাঁচ দিনে ভোমরা বন্দরে ভারত থেকে ১২৬ ট্রাকে মোট ৩ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]