36973

08/25/2025 মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা সংবাদদাতা, মাদারীপুর

২৪ আগস্ট ২০২৫ ১৭:৪৭

মাদারীপুরের কালকিনিতে পুকুরে ডুবে তাসফিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া একই গ্রামের আমান সরদারের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তাসফিয়া দুপুরে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল। হঠাৎ পরিবারের লোকজনের অগোচরে পাশের পুকুরে সে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের লাশ পরিবারের লোকজন হাসপাতাল থেকে নিয়ে গেছে।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]