37271

08/28/2025 তরুণ উদ্যোক্তাদের জন্য বারি উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শনী

তরুণ উদ্যোক্তাদের জন্য বারি উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শনী

জেলা সংবাদদাতা, গাজীপুর

২৭ আগস্ট ২০২৫ ১৮:০৮

‘তারুণ্যের উৎসব’ উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের জন্য বারি উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শনী ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন কৃষি উদ্যোক্তা এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন।

বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ। এসময় বারির ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. উবায়দুল্লাহ কায়ছার।

অনুষ্ঠানে পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. মো. আব্দুর রশীদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ এবং পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান ছাড়াও বারির বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার বিভাগীয় প্রধানরা ও সিনিয়র বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীর উদ্বোধনের পর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. সৈয়দা তাসনীম জান্নাত। ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠান কো-অর্ডিনেট করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. মিজানুর রহমান।

এর আগে প্রদর্শনীর উদ্বোধন করেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ। প্রদর্শনী অনুষ্ঠানে বিএআরআই উদ্ভাবিত বিভিন্ন উন্নত জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি, পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি এবং রফতানিযোগ্য কৃষিপণ্যের প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা এসব প্রযুক্তির সঙ্গে পরিচিত হন এবং বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। এই কর্মসূচি তরুণদের মধ্যে কৃষি বিষয়ে আগ্রহ সৃষ্টি এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা গড়ে তুলতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা করছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]