37295

08/28/2025 ইরানে ফিরলেন জাতিসংঘের পরমাণু সংস্থার পরিদর্শকরা

ইরানে ফিরলেন জাতিসংঘের পরমাণু সংস্থার পরিদর্শকরা

আন্তর্জাতিক ডেস্ক

২৭ আগস্ট ২০২৫ ২২:০২

জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি পরিদর্শক দল ইরানে পৌঁছেছে। গত জুন মাসে সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর প্রথম কোনো আইএইএ পরিদর্শক দলকে প্রবেশের অনুমতি দিল তেহরান।

বুধবার (২৭ আগস্ট) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতিতেই আইএইএ-র পরিদর্শকরা ইরানে প্রবেশ করেছেন।

তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘পরিদর্শনের অনুমতি দিলেও আইএইএ-এর সঙ্গে নতুন সহযোগিতা কাঠামো নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বিষয়টি নিয়ে কেবল মতবিনিময় চলছে।’

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইসিএএনএ জানিয়েছে, মূলত বুশেহর পারমাণবিক চুল্লির জ্বালানি পরিবর্তনের কাজ তত্ত্বাবধানের জন্য আইএইএ-র এই পরিদর্শকদল ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর আইএইএ-র সঙ্গে সহযোগিতা স্থগিত করে ইরান। তেহরান অভিযোগ করে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের পরমাণু স্থাপনায় হামলা চালালেও আইএইএ সেই ঘটনা নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। যদিও বুশেহর পারমাণবিক কেন্দ্র সরাসরি হামলার শিকার হয়নি।

এরআগে মঙ্গলবার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রসি নিশ্চিত করেন যে তাদের পরিদর্শক দল ইতোমধ্যে ইরানে ফিরেছে।

তিনি বলেন, ‘ইরানে অনেক পারমারবিক স্থাপনা রয়েছে। সাম্প্রতিক যুদ্ধে কয়েকটিতে আক্রমণ করা হয়েছে, কিছুতে হয়নি। তাই আমাদের কীভাবে কাজ পুনরায় শুরু করা সম্ভব, সেই বাস্তব কাঠামো নিয়ে আলোচনা চলছে।’

এদিকে মঙ্গলবার ‘ই৩’ নামে পরিচিত তিন ইউরোপীয় দেশ— ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক আলোচনা করেছে ইরান। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা পারমাণবিক চুক্তির জন্য কূটনীতিতে ফিরে আসতে ইরানকে আহ্বান জানান। অন্যথায় ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালে তথাকথিত ‌‘স্ন্যাপব্যাক মেকানিজম’ ব্যবস্থা প্রয়োগের হুমকি দেয় তারা। আগস্টের শেষ নাগাদ তারা এটি কার্যকর করতে পারে বলে সতর্ক করেছে।

‘স্ন্যাপব্যাক মেকানিজম’ এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আওতায় ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা যায়। চুক্তি অনুযায়ী, পারমাণবিক কর্মসূচিতে শিথিলতার শর্তে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

২০১৫ সালে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের সঙ্গে ইরানের বহুল আলোচিত জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের এক চুক্তি স্বাক্ষর স্বাক্ষর হয়। এতে বলা হয়, যদি চুক্তিতে স্বাক্ষরকারী পক্ষগুলো ইরানের ‘গুরুতর চুক্তি লঙ্ঘনের’ অভিযোগের সমাধানে ব্যর্থ হয়, তাহলে ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ প্রক্রিয়া শুরু করতে পারে।

সূত্র: আলজাজিরা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]