37300

08/28/2025 কিয়েভে রাতভর রুশ বাহিনীর হামলা, শিশুসহ নিহত ৪

কিয়েভে রাতভর রুশ বাহিনীর হামলা, শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

২৮ আগস্ট ২০২৫ ১০:৩০

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার (২৭ আগস্ট) রাতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় এক শিশুসহ অন্তত চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। শহরের বেশ কয়েকটি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইউক্রেনের কর্মকর্তারা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা চার জন। কিয়েভের বিভিন্ন এলাকায় হামলা হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, আহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশু রয়েছে।

এদিকে কর্মকর্তারা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ভবনের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছেন। এর মধ্যে কয়েকটি বহুতল আবাসিক ভবনও রয়েছে।

এ বিষয়ে কিয়েভের মেয়র বলেন, শহরের পূর্ব উপকণ্ঠে বহুতল দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]