37381

08/29/2025 মেঘনা লাইফ ইনস্যুরেন্সের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মেঘনা লাইফ ইনস্যুরেন্সের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

২৮ আগস্ট ২০২৫ ১৭:২৬

মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ভার্চ্যুয়াল প্লাটফর্মে আয়োজিত এ সভায় সাধারণ শেয়ার হোল্ডারগণের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

কোম্পানীর মাননীয় চেয়ারম্যান নিজামউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, এ.এন.এম. ফজলুল করিম মুন্সী, মোঃ মঈন উদ্দিন, সবিতা ফেরদৌসী, শারমিন নাসির, দিলরুবা শারমিন ও প্রফেসর আনসার আলীসহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসি এস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন এ এম ডি ও কোম্পানী সচিব এনামুল হক।

মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি ২০২৪ সালে ৩৩৬ কোটি টাকা মোট প্রিমিয়াম অর্জন করেন। কোম্পানীর বর্তমান মোট সম্পদের পরিমাণ ১,৭৯৯ কোটি টাকা। কোম্পানী ২০২৪ সালে ৩৬৩.৫০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। ২০২৪ সালে কোম্পানীর Earning per share (EPS) ১.৬১ টাকা এবং Dividend per share (DPS) ১.৫০ টাকা।

বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, কার্যক্রম শুরুর পর হতে বিগত বছর সমূহে মেঘনা লাইফ ৪,১৫০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে এবং ২০২৪ সালে গ্রাহকের মৃত্যুদাবী বাবদ ৮.১৮ কোটি টাকা, কিস্তি বীমার সুবিধা বাবদ ১০১.১২ কোটি টাকা, মেয়াদ পূর্তি দাবী বাবদ ১৬৬.০২ কোটি টাকা, সমর্পণ দাবী বাবদ ৮.০৫ কোটি টাকা এবং বোনাস বাবদ ৮০.০২ কোটি টাকাসহ সর্বমোট প্রায় ৩৬৪ কোটি টাকা পরিশোধ করেছে। এই পরিসখ্যানই বলে দেয় মেঘনা লাইফ দাবী পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ।

পরিশেষে কোম্পানীর চেয়ারম্যান ২০২৫ সালের জন্য যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং কোম্পানীর ধারাবাহিক সাফল্যের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জও অন্যান্য নিয়ন্ত্রণকারী সংস্থা এবং কোম্পানীর সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী, বীমা কর্মী, পলিসি হোল্ডার ও শেয়ার হোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]