37396

08/29/2025 বদলে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের সময়

বদলে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের সময়

স্পোর্টস ডেস্ক

২৮ আগস্ট ২০২৫ ১৯:১৮

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (ইউসিএল)। টুর্নামেন্টটির ফাইনালের দিকে চোখ থাকে সারাবিশ্বের। ইউসিএল ফাইনালের আকর্ষণ আরও বাড়িয়ে দিতে সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। বর্তমানে সেন্ট্রাল ইউরোপিয়ান সময় রাত ৯টায় শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হয়। তবে নতুন নিয়মে ফাইনাল শুরু হবে সেন্ট্রাল ইউরোপিয়ান সময় সন্ধ্যা ৬টায়।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ২০২৬ সালের ৩০ মে আগামী আসরের ফাইনাল মাঠে গড়াবে। সেদিন থেকেই নতুন এই নিয়ম কার্যকর হবে। বর্তমান নিয়মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সাধারণত হয়ে থাকে শনিবার। আগামী ফাইনালও তাই হবে। শুধু পাল্টে যাবে ম্যাচ শুরুর সময়, বাংলাদেশ সময় যা হবে রাত ১০টায়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে উয়েফা লিখেছে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের দিন যেন সবার জন্য সত্যিকারের উপভোগ্য হয়ে ওঠে, সেটাই আমাদের লক্ষ্য। যারা মৌসুমের সবচেয়ে বড় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব ফুটবল ম্যাচে (স্টেডিয়ামে) উপস্থিত থাকতে চায়, সেইসব পরিবার ও শিশুদের জন্য এমন একটা আবহ তৈরি করতে চাই, যেন তাদের জন্য সবকিছু সহজ হয়ে ওঠে।

সফররত দর্শকদের ভ্রমণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে ম্যাচের পর সবাই যেন নিরাপদে ও আরও সহজ উপায়ে স্টেডিয়াম থেকে ফিরতে পারে, এটাই চায় উয়েফা। এছাড়া এই সিদ্ধান্তের ফলে সমর্থকরা লম্বা সময় ধরে উদযাপনও করতে পারবে। যা স্বাগতিক শহরের অর্থনীতিতে বেশ ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে কর্তৃপক্ষ।

এই পরিবর্তন অবশ্য কেবল ফাইনালের জন্য। বাকি সব ম্যাচের সময় আগের মতোই থাকবে। বাংলাদেশ সময়ে এই টুর্নামেন্টের প্রথমভাগের ম্যাচগুলো শুরু হয়ে থাকে রাত একটায় ও পরের ভাগে রাত ২টায় এবং ফাইনালের আগ পর্যন্ত সব ম্যাচ হয়ে থাকে মঙ্গল ও বুধবার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]