37459

08/31/2025 ফোনে নেটওয়ার্ক কম পায়? জানুন সমাধান

ফোনে নেটওয়ার্ক কম পায়? জানুন সমাধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩০ আগস্ট ২০২৫ ১৩:০৪

স্মার্টফোন ব্যবহার করার সময় হঠাৎ নেটওয়ার্ক চলে যাওয়া বা সিগন্যাল দুর্বল হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। তবে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই এই সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।

১. মোবাইল রিস্টার্ট করুন

অত্যন্ত সহজ ও কার্যকর সমাধান হল ফোনটি রিস্টার্ট করা। ছোটখাটো নেটওয়ার্ক বা সফটওয়্যার ত্রুটি রিস্টার্টের মাধ্যমে অনেক সময় ঠিক হয়ে যায়।

২. এয়ারপ্লেন মোড অন ও অফ করুন

এয়ারপ্লেন মোড কিছু সময় নেটওয়ার্ক পুনঃসংযোগে সাহায্য করে। ফোনে এয়ারপ্লেন মোড কয়েক সেকেন্ডের জন্য অন করে পুনরায় অফ করুন।

৩. সিম কার্ড পরীক্ষা করুন

সিম কার্ড ঠিকভাবে বসানো আছে কি না দেখুন। প্রয়োজনে সিম বের করে আবার ঢোকান। এছাড়া অন্য ফোনে সিম ব্যবহার করে নেটওয়ার্ক কাজ করছে কি না যাচাই করতে পারেন।

. নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন

যদি উপরোক্ত সমাধানগুলো কাজ না করে, নেটওয়ার্ক সেটিংস রিসেট করতে হবে। এতে ওয়াইফাই, মোবাইল ডেটা এবং ব্লুটুথ সংক্রান্ত সেটিংস রিসেট হয়ে যাবে এবং নেটওয়ার্ক সমস্যা সমাধান হতে পারে।

৫. নেটওয়ার্ক ম্যানুয়ালি নির্বাচন করুন

কিছু ক্ষেত্রে ফোন স্বয়ংক্রিয়ভাবে সঠিক নেটওয়ার্ক বেছে নিতে ব্যর্থ হয়। এই সময় সেটিংসে গিয়ে নেটওয়ার্ক প্রোভাইডার ম্যানুয়ালি নির্বাচন করতে পারেন।

৬. সফটওয়্যার আপডেট

পুরনো সফটওয়্যারও নেটওয়ার্ক সমস্যা তৈরি করতে পারে। ফোনের সর্বশেষ সফটওয়্যার আপডেট আছে কি না তা চেক করুন এবং আপডেট থাকলে তা ইনস্টল করুন।

৭. নেটওয়ার্কের দুর্বল এলাকায় থাকলে

দুর্বল সিগন্যালের ক্ষেত্রে ফোনকে জানালা বা খোলা জায়গায় নিয়ে আসা বা অন্য এলাকায় সরে যাওয়াও সমাধান হতে পারে।

এভাবে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই স্মার্টফোনের নেটওয়ার্ক সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]