37469

08/31/2025 ‘ইউনূস সাহেব বাদে বাকি সবই তো আওয়ামী লীগ’

‘ইউনূস সাহেব বাদে বাকি সবই তো আওয়ামী লীগ’

বিনোদন ডেস্ক

৩০ আগস্ট ২০২৫ ১৩:৪১

গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। বাদ যাননি শোবিজ তারকরা।

এবার ভিপি নুরকে আহত করার ঘটনাকে ইঙ্গিত করে পোস্ট করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। রাজনৈতিক দলের নেতারা নির্লজ্জ উল্লেখ করেন তিনি লেখেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত‍্যাগ করে না, তারা নির্লজ্জ্ব। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জ্বদের জন‍্যই।’

ওই পোস্টে আসিফ কারও নাম উল্লেখ করেননি। তবে অনুরাগীদের মন্তব্যের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথা জানিয়েছেন। গায়কের পোস্টে একজন নেটিজেন লিখেছেন, ‘এই কথাটা আবার আসিফ নজরুল স্যারকে বলেন নাই তো?’ অনুরগীর এমন মন্তব্যে গায়ক লিখেছেন, ‘আপাতত নির্লজ্জ্ব হিসেবে তাকেই দেখছি।’

এরপরই অন্য একজন নেটিজেন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ডক্টর ইউনূসের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারার ব্যার্থতার জন্য! এই মুহূর্তে জাতির কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করাই হবে সঠিক সিদ্ধান্ত!’ অনুরাগীর অনুরগীর এমন মন্তব্যে আসিফ লিখেছেন, ‘ইউনূস সাব বাদে বাকী সবই তো আওয়ামী লীগ।’

বলে রাখা ভালো, দীর্ঘ ১৭ বছর পর গত ২৮ আগস্ট আমেরিকায় সংগীত সফরে গেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত গায়ক আসিফ। আজ ৩০ আগস্ট আমেরিকার বাফেলোতে ঐতিহ‍্যবাহী ফোবানা কনভেনশনের মাধ‍্যমে আসিফ ও তাঁর দল বিদেশের মাটিতে প্রত্যাবর্তন করবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]