37506

08/31/2025 টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মহাসড়ক অবরোধ

জেলা সংবাদদাতা, টাঙ্গাইল

৩০ আগস্ট ২০২৫ ১৮:০৯

টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরের থানার পাশে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা।

জানা যায়, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিরালা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর থানার থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে যায়। এ সময় নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেন। একপর্যায়ে অফিসের ভেতের প্রবেশ করে চেয়ার ভাঙচুর ও অন্যন্য জিনিস ভাঙচুরও করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকা অবরোধ করেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। এতে মহাসড়কে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালককরা। পরে দুপুর সোয়া ১টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।

এ সময় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জেলা শাখাার সভাপতি সুজন আহমেদ, সাধারণ সম্পাদক শামিমুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি ফাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ঢাকায় গণঅধিকারের পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ প্রায় শতাধিক নেতাকমীর ওপর হত্যার উদ্দেশ্য জাতীয় পার্টির লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করে। আমরা হামলার জড়িত সকলের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]