37612

09/03/2025 চবিতে হামলাকারী সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় নয়: উপদেষ্টা আসিফ

চবিতে হামলাকারী সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় নয়: উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৫ ১৭:২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের ভয়াবহ হামলার ঘটনা নিয়ে যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

রোববার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেছেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত থেকেই তৎপর সরকার। গ্রামবাসীর বাধায় কয়েকদফা চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে ফোর্স পৌঁছেছে।

তিনি বলেন, চবি ছাত্রনেতাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে এখনো সংঘাত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]