37626

09/03/2025 সালমান খান কেন গণেশপূজা করেন— জানা গেল কারণ

সালমান খান কেন গণেশপূজা করেন— জানা গেল কারণ

বিনোদন ডেস্ক

৩১ আগস্ট ২০২৫ ১৮:৪৯

ইসলাম ধর্মের অনুসারী হয়েও পূজা করতে দেখা যায় বলিউডের একাধিক তারকাকে। সালমান খানও আছেন এ তালিকায়। নিয়মিত গণেশ পূজা করেন এ তারকা। এজন্য নিজের মুসলিম ভক্তদের তোপের মুখেও পড়তে হয়। এবার জানা গেল সালমানের গণেশপূজার কারণ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিষয়টি ব্যাখ্যা করেছেন সালমানের বাবা সেলিম খান। তিনি হিন্দু ঘরের মেয়ে সুশীলা চরককে বিয়ে করেছিলেন। যিনি পরে সালমা খান নাম ধারণ করেন। অনেকে ধরে নেন হিন্দু ঘরে বিয়ের কারণে গণেশ পূজা করে সালমান পরিবার।

তবে সেলিম খানের কথায়, “হিন্দু-মুসলিমের কোনো ব্যাপারই ছিল না। আমরা সকলে বন্ধু ছিলাম। আমি বরাবরই হিন্দুদের মধ্যে বড় হয়েছি। তাই বিয়ের পরেই গণেশপূজা করছি আমি, বিষয়টা এমন নয়। ভিন্ন ধর্মে বিয়ে নিয়েও আমার পরিবারের তরফ থেকে কোনো সমস্যা ছিল না। আমার স্ত্রীর পরিবারেরও আপত্তি ছিল না। ওর পরিবারের দূরের এক আত্মীয় সামান্য আপত্তি তুলেছিলেন আমার ধর্ম নিয়ে।”

সালমানের বাড়িতেও গণেশ মূর্তি রয়েছে। সদর দরজা দিয়ে ঢুকতেই দেখা মিলবে। ১৫ বছর ধরে ভাইজানের বাড়িতে বাস মূর্তিটির।

ডিএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]