37657

09/01/2025 ভিএআর বিতর্কের ম্যাচে হতাশার ড্র বার্সার

ভিএআর বিতর্কের ম্যাচে হতাশার ড্র বার্সার

স্পোর্টস ডেস্ক

১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৬

নতুন মৌসুমের শুরুটা ভালোই করেছিল বার্সেলোনা। লা লিগায় প্রথম দুই ম্যাচে সহজ জয় পেলেও তৃতীয় ম্যাচে এসে হোঁচট খেয়েছে কাতালান ক্লাবটি। রায়ো ভায়োকানোর সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে বার্সা। দলটির বিপক্ষে শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে হানসি ফ্লিকের শিষ্যরা।

লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল দল রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। ম্যাচে ৫৬ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নেয় বার্সেলোনা। এর মাঝে মাত্র তিনটি ছিল লক্ষ‍্যে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে সফরকারীদের প্রবল চাপে রাখা ভায়োকানো গোলের জন্য ১৩ শট নিয়ে সাতটি লক্ষ‍্যে রাখে।

প্রথম হাফে বেশকিছু সুযোগ পেয়েছিল বার্সা। তবে প্রতিপক্ষের গোলরক্ষক দারুণভাবে সেভ করে বার্সেলোনাকে এগিয়ে যেতে দেননি। এরই মাঝে ৪০তম মিনিটে সফল স্পট কিকে বার্সেলোনাকে এগিয়ে নেন লামিন ইয়ামাল। যদিও এই গোল নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। সেই সময় ভিএআর কাজ না করায় রেফারি পেনাল্টির সিদ্ধান্ত পর্যালোচনা করার সুযোগ পাননি।

প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ওলমো। পেনাল্টি স্পটের কাছ থেকে অরক্ষিত এই মিডফিল্ডার শট লক্ষ্যে রাখতে পারেননি। দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে বেশ চাপে রাখে ভায়োকানো। স্বাগতিকরা সমতায় ফেরে ৬৭তম মিনিটে। ইসি পালাসনের কর্নারে দূরের পোস্টে অরক্ষিত পেরেসের শট পোস্টে লেগে জালে জড়ায়।

ম্যাচের একদম শেষ সময়ে দলকে জয়ী করার ভালো একটি সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। পেনাল্টি স্পটের কাছে অপেক্ষায় থাকা লেভানদোভস্কিকে কাটব‍্যাক না করে গোলের জন্য শট নিয়ে সফল হননি তিনি। সেই শটের পরই শেষ হয় ম্যাচ। ফলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বার্সাকে। আপাতত ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে ক্লাবটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]