37670

09/03/2025 মুন্সীগঞ্জের শ্রীনগরে পুড়ে ছাই ৮ বসতঘর

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুড়ে ছাই ৮ বসতঘর

জেলা সংবাদদাতা, মুন্সীগঞ্জ

১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৮

মুন্সিগঞ্জের শ্রীনগরে আগুনে পুড়েছে ৮টি বসতঘর। রোববার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব বেজগাঁও এলাকায় শেখ বাড়িতে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের সবগুলো ঘরে।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে,ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয় ক্ষতিগ্রস্ত বাদল শেখের দুটি,জহিরুল শেখের দুটি,নজরুল শেখের দুটি ও লিমা আক্তারের একটি বসতঘর সহ আক্কাস শেখ নামের আরো এক ব্যক্তির একটি বসতঘর।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত সবগুলো ঘর কাঠ ও টিনের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।

তবে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার আশপাশের আরও বেশকিছু বাড়িঘর ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]