37763

09/02/2025 আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি: জয়

আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি: জয়

বিনোদন ডেস্ক

২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪১

দেশের আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বিভিন্ন পেশার ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে দেখা যায় তাকে। নানা ইস্যুতে সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য তুলে ধরেন। মন্তব্যের কারণে অনেকের বিরাগভাজন হয়েছেন। তবুও থেমে যাননি। এবার এক পোস্টে তিনি জানালেন, অপরাধী হলেই তিনি চুপচাপ থাকতেন এবং ট্যাটাস দিতেন না।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে জয় লেখেন, ‘যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম। স্ট্যাটাস দিতাম না। আশেপাশে এমন অনেক আছে। অথচ আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি। অনেকে ভয়ও দেখায়। যারা চুপ তাঁদের অপরাধ কেউ মনেও করে না। তাঁদের কেউ গালিও দেয় না।’

অভিনেতার এ পোস্টে মুহূর্তেই লুফে নিয়েছেন তাঁর অনুরাগীরা। প্রামণ মিলেছেন অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে। একজন লিখেছেন, ‘যেটা ভালো সেটা উত্তম। যারা ভয় দেখায় তাদের সামনে দাঁড়ানোর যোগ্যতা নেই। তাই দূর থেকে ভয় দেখিয়ে পৈশাচিক আনন্দ নেয়। তবে যাদের সামনে মর্যাদা ক্ষুণ্ন হয় তাঁদের এড়িয়ে চলা ভালো।’ অন্য একজন লিখেছেন, ‘ঠিক বলেছেন ভাই। আপনার মতো সৎ সাহস সাবার নেই।’

এই তারকার পোস্টে একজন লম্বা মন্তব্য করে লিখেছেন, ‘আপনি আমাদের ভালোবাসার জয়। আপনি মানুষ আপনারও সবার মতো ছোট-বড় ভুল থাকতে পারে। কিন্তু যারা আপনাকে গালি দেয় তারা কি মানুষ নাকি ফেরেস্তা? তাঁদের দ্বারা দেশের কোন কাজ হয়েছে?’

সম্প্রতি রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ায় গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এরপরই নিজের ফেসবুকে জয় লেখেন, ‘ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। আউটডোরে। টানা বৃষ্টির কারণে ক্যান্সেল হয়েছিল। আপনি সুস্থ হন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]