37765

09/02/2025 আমরা তো আক্রমণাত্মক ক্রিকেট খেলছি, আর কত দেখতে চাচ্ছেন?— তামিম

আমরা তো আক্রমণাত্মক ক্রিকেট খেলছি, আর কত দেখতে চাচ্ছেন?— তামিম

স্পোর্টস ডেস্ক

২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৯

নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। পরপর দুই ম্যাচে ডাচদের তেমন কোনো প্রতিরোধ গড়তে না দিয়েই দাপুটে জয় পেয়েছে টাইগাররা।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই দেখা গেছে দুর্দান্ত পারফরম্যান্স। আর এই আত্মবিশ্বাসের ছাপ মিলেছে সংবাদ সম্মেলনেও, যেখানে সাংবাদিকদের কয়েকটি প্রশ্নে সরাসরি ও আত্মবিশ্বাসী উত্তর দেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।

নেদারল্যান্ডসের খারাপ খেলা, নাকি বাংলাদেশের অসাধারণ পারফরম্যান্স, সাংবাদিকের এমন এক প্রশ্নে খানিকটা চটেই যান তানজিদ। তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘আপনার কাছে কী মনে হয়? না মানে আপনার কাছে এটা কী মনে হয়, তা জানতে চাচ্ছি।’

পরে তিনি বলেন,‘আসলে টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে ছোট-বড় কোনো দল নেই। যে ভালো খেলবে, জিতবে। ভালো-খারাপ বলে কিছু নেই এখানে।’

বাংলাদেশ দলের ব্যাটিংয়ে আক্রমণাত্মক মানসিকতার ছাপ স্পষ্ট। প্রথম টি-টোয়েন্টিতে রানরেট ছিল ১০.২২, দ্বিতীয় ম্যাচে ৭.৮৯। ওপেনার তানজিদ হাসান তামিম, লিটন দাস ও সাইফ হাসান সবাই খেলেছেন আগ্রাসী মেজাজে। দলের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাজও ফল দিচ্ছে বলে মনে হচ্ছে।

আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে তামিম বলেন, ‘আমরা তো আক্রমণাত্মক ক্রিকেটই খেলছি। আর কত আক্রমণাত্মক খেলা দেখতে চাচ্ছেন? পুরো দলকে স্বাধীনতা দেওয়া হয়েছে, সবাই যার যার মতো খেলতে পারছে। টিম ম্যানেজমেন্ট দায়িত্ব বুঝিয়ে দিয়েছে, সেটা মাঠে কাজে লাগাতে বলা হয়েছে।’

তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। শেষ ম্যাচটি হবে আগামীকাল (বুধবার) সন্ধ্যা ৬টায়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচ জিতে হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]