37781

09/02/2025 মুন্সিগঞ্জে দুই দিনে ৯ মরদেহ উদ্ধার, জনমনে আতঙ্ক

মুন্সিগঞ্জে দুই দিনে ৯ মরদেহ উদ্ধার, জনমনে আতঙ্ক

জেলা সংবাদদাতা, মুন্সিগঞ্জ

২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৫

মাত্র এক দিনের ব্যবধানে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে এক নারী ও দুই বৃদ্ধসহ ৯ জনের মরদেহ।

রোববার (৩১ আগস্ট) থেকে সোমবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত ভিন্ন ভিন্ন স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, এসব ঘটনায় কারও মৃত্যু হয়েছে দুর্ঘটনায়, কেউ আত্মহত্যার শিকার, আবার কোথাও ঘটেছে পারিবারিক ট্র্যাজেডি কিংবা রহস্যজনক ঘটনা। এভাবে অল্প সময়ের মধ্যে একসঙ্গে এতগুলো লাশ উদ্ধারের খবরে স্থানীয় জনমনে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

তথ্যসূত্র বলছে, রোববার বিকেলে শহরের খালইস্ট এলাকায় সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর মালিকানাধীন দ্বি-তল ভবনের ভূগর্ভস্থ সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন কয়েকজন শ্রমিক। কিছুক্ষণ পর ট্যাংকের ভেতর থেকে তাদের সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতর থেকে একে একে তিনটি নিথর দেহ উদ্ধার করেন।

নিহতরা হলেন— বগুড়ার ইব্রাহিম (৪৮), গাইবান্ধার ফিরোজ (১৯) এবং পঞ্চগড়ের শাহিন ইসলাম (২২)। তারা সবাই ছিলেন নির্মাণ শ্রমিক। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার দুপুরে নিহত মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

একই দিন সকালে সিরাজদিখান উপজেলায় আরও দুটি এবং শ্রীনগর উপজেলায় একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।

এরমধ্যে, আকাশ ঋষির (২২) মরদেহ সকাল ৮টার দিকে সিরাজদিখানের রশুনিয়া গ্রামের ঋষিপাড়ায় নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তিনি নীল কৃষ্ণ ঋষির ছেলে। পরিবারের ধারণা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

আয়নাল হকের (৭০) মরদেহ এক দিন নিখোঁজ থাকার পর রোববার সকালে পাওয়া যায় প্রতিবেশীর বাড়ির পাশ থেকে। আয়নাল ছিলেন কৃষক।

আমজাদ হোসেন ঢালীর (৪৫) মরদেহ দুপুর ১টার দিকে সিরাজদিখানের বাসাইলের উত্তর পাথরঘাটা এলাকায় ধলেশ্বরী নদী থেকে ভেসে ওঠে। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের বাসিন্দা আমজাদ ছিলেন প্রয়াত শহীদ ঢালীর ছেলে এবং স্থানীয় ছাত্রদল নেতা শিমুল আহমেদ সাদ্দামের বড় ভাই।

এদিকে, সোমবার সকালে শ্রীনগরের ষোলঘর রেল লাইনের আন্ডারপাসের পাশে কাটা অবস্থায় অজ্ঞাত নারীর দেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

মামুন কাজীর (৭০) মরদেহ শ্রীনগরের ব্রাম্মণপাইকসা গ্রামে নিজ বাড়ির কাছে এক গাছের সঙ্গে হেলানো অবস্থায় স্থানীয়রা দেখতে পান। প্রাথমিকভাবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত নয় পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীনগরের দেওয়ানপাড়া গ্রামে বাবার হাতে ছেলে মো. রাসেল (৩০) খুন হয়। পুলিশ জানায়, রাসেল ছুরি নিয়ে তার বাবা আবুল হোসেনের (৭০) ওপর হামলা চালাতে যান। আত্মরক্ষার জন্য বাবার ধরা ছুরিই ছেলের শরীরে বিঁধে যায়। ঘটনাস্থলেই মারা যান রাসেল।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, ঘটনাগুলো সবই বিচ্ছিন্ন। পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে তদন্ত চলছে। মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। যা থেকে মৃত্যুর আসল কারণ স্পষ্ট হয়ে উঠবে। পরবর্তীতে নিহতদের পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

এক জেলার ভেতরে মাত্র দুই দিনে এতগুলো লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]