37985

09/05/2025 সাকিবের রেকর্ড ভেঙে দিয়ে মাহমুদউল্লাহর রেকর্ড ছুঁলেন লিটন

সাকিবের রেকর্ড ভেঙে দিয়ে মাহমুদউল্লাহর রেকর্ড ছুঁলেন লিটন

স্পোর্টস ডেস্ক

৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৮

নেদারল্যান্ডস সিরিজ শেষ। এই সিরিজটা বেশ ভালো কেটেছে বাংলাদেশের। তবে সবচেয়ে বেশি ভালো কেটেছে লিটন দাসের। তার ব্যাট হাতে পারফর্ম্যান্সই বাংলাদেশকে দিয়েছে জয়ের টনিক। তাই সিরিজ জেতার পর সেরা খেলোয়াড়ের পুরস্কারটা গেল তার হাতে।

তবে লিটন দাস এই সিরিজে যেমন খেলেছেন, তাতে তিনি ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ডও। তিনি ভেঙে দিয়েছেন সাকিব আল হাসানের রেকর্ড। এরপর তিনি ছুঁয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের আরও এক রেকর্ডও।

অথচ আগের সিরিজেই ব্যাট হাসছিল না তার। এশিয়া কাপের আগে যা শঙ্কাও সৃষ্টি করেছিল। তবে তা এখন অতীত। তিন ম্যাচে ১৪৫ রান নিয়ে তিনি বনে গেছেন সিরিজ সেরা।

এই সিরিজ শুরুর আগে লিটন দাসের ফিফটি ছিল ১২টি। তবে প্রথম আর শেষ ম্যাচে ফিফটি করে সংখ্যাটাকে ১৪তে উন্নীত করেছেন তিনি। তাতে গড়া হয়ে গেছে একটি রেকর্ড।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ফিফটির রেকর্ড এখন তার দখলে। এই কীর্তি আগে ছিল সাকিব আল হাসানের দখলে। তার ফিফটির সংখ্যা ছিল ১৩টি। লিটন বুধবার তাকে ঠেলে দিয়েছেন তালিকার দুইয়ে।

শেষ ম্যাচে লিটন হাঁকিয়েছেন ৪টি ছক্কা। তাতে তিনি আরও এক রেকর্ড ছুঁয়ে ফেলেন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার কীর্তি এখন তারই। তার ছক্কার সংখ্যা এখন ৩১টি। সমান সংখ্যক ছক্কা মাহমুদউল্লাহ রিয়াদের।

বাংলাদেশ এই সিরিজ জিতেছে। সঙ্গে সঙ্গে আরও একটা রেকর্ডও লিটন গড়ে ফেলেছেন। বাংলাদেশের অধিনায়ক হিসেবে লিটন দাসের এটি টানা তৃতীয় সিরিজ জয়। বাংলাদেশের ইতিহাসে এমন কিছু আর কোনো অধিনায়কই দেখাতে পারেননি।

যদিও লিটন বলছেন অন্য কথা। ম্যাচ শেষে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কখনও রেকর্ডের জন্য খেলি না। যদি রেকর্ডের কথা চিন্তা করতাম... আমার অনেক ফিফটি মিস গিয়েছে অ্যাটাকিং ক্রিকেট খেলতে গিয়ে। যদি আমি রেকর্ডের কথা চিন্তা করতাম, ওই সময় হয়তো নিজেকে সময় দিয়ে রেকর্ড গড়ার চেষ্টা করতাম।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]