37992

09/05/2025 ভালো শেয়ারে বিক্রির চাপে সূচকে পতন, কমেছে লেনদেনও

ভালো শেয়ারে বিক্রির চাপে সূচকে পতন, কমেছে লেনদেনও

অর্থনৈতিক প্রতিবেদক

৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সবগুলো মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। মূলত ভালো শেয়ারগুলোর বিক্রির চাপে এদিন বাজারে পতন হয়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির সার্বিক লেনদেনে ভাটা পড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৬১৪ পয়েন্টে উঠেছে। গতকাল যা ছিল ৫ হাজার ৬৩২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ারের সূচক ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট কমে ২ হাজার ১৮৩ পয়েন্টে নেমেছে। গতকাল এই সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১৯৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১ হাজার ২৩০ পয়েন্টে নেমেছে। গতকাল সূচকটির অবস্থান ছিল ১ হাজার ২৩৪ পয়েন্টে।

মূলত আজ ডিএসই-৩০ সূচকে থাকা ভালো ৩০টি কোম্পানির মধ্যে অধিকাংশের দরপতন হয়েছে। ওই কোম্পানিগুলোর অবদান সূচকে বেশি হওয়ায় সার্বিকভাবে ডিএসইএক্সসহ সবগুলো সূচক কমেছে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ভালো ৩০ কোম্পানির মধ্যে বিএটিবিসি, ব্র্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা এবং ওয়ালটনসহ ১৮টি কোম্পানির শেয়ারে দরপতন হয়েছে। এতে সার্বিকভাবে বেশি সংখ্যক সিকিউরিটিজের দর বৃদ্ধি সত্ত্বেও বাজারে পতন হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৫টির। বিপরীতে কমেছে ১৪৫টির। আর ৭২টির দর অপরিবর্তিত ছিল। ডিএসইতে আজ মোট ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকা সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। একদিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ৫৯ কোটি ৪ লাখ টাকা।

আজ ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংক পিএলসির শেয়ার। ব্যাংকটির মোট ৪৬ কোটি ৩১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। বুধবারও ৬৯ কোটি ৮৭ লাখ টাকা লেনদেনের মাধ্যমে ডিএসইতে সর্বোচ্চ অবদান রেখেছিল ব্যাংকটি।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সবগুলো মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন এক্সচেঞ্জটির লেনদেনে যে কয়টি সিকিউরিটিজে দর বেড়েছে, সমসংখ্যক শেয়ারে দরপতন হয়েছে। তবে এক্সচেঞ্জটির লেনদেন কমেছে।

আজ সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৭০২ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগেরদিন সূচকটির অবস্থান ছিল ১৫ হাজার ৭৩২ পয়েন্টে। এদিন লেনদেনে অংশ নেওয়া ২৩৮ প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দর বেড়েছে। বিপরীতে কমেছে ১০৮টির এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ১২ কোটি ২৪ লাখ টাকার সিকিউরিটিজ। আগের দিন এক্সচেঞ্জটিতে ২১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]