37996

09/07/2025 ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত বগি রেখেই ছাড়লো ট্রেন, চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত বগি রেখেই ছাড়লো ট্রেন, চলাচল স্বাভাবিক

জেলা সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০২

ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেল স্টেশনে লাইনচ্যুত হওয়া বগি রেখেই গন্তব্যের পথে ছেড়ে গেছে তিতাস কমিউটার ট্রেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটির একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়।

ঘটনার পর দ্রুত লাইনচ্যুত বগিটি আলাদা করার কাজ শুরু হয়। এরপর বাকি বগি নিয়ে ট্রেনটি নির্ধারিত গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে দুপুর ২টা ১০মিনিটে চলে আসে এবং সেখান থেকে যাত্রী নিয়ে ২টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চাকা লাইনচ্যুত হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আপ লাইন ও ডাউনের লুপ লাইনের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় যাত্রীদের ভোগান্তি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]