38020

09/04/2025 রূপগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

রূপগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক

৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় একজন আসামিকে মৃত্যুদণ্ড ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ১৪ বছর পর বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা হলো।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকি আসামিরা পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, ২০১১ সালের ৫ নভেম্বর রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত ২৬ আসামির মধ্যে তাওলাদ ওরফে জহিরুলকে মৃত্যুদণ্ড, ১৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬ জনকে খালাস দেন। এছাড়া বিচার চলাকালীন সময়ের মধ্যে দুই আসামি মারা গেছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিজান, মোহাম্মদ আলী, আব্দুল লতিফ, হানিফ, সোহেল, সবুজ, মিলন, সেলিম, গুলজার, লেদা ফারুক, রাসেল, মোমেন, সাদ্দাম, শাহীন, রুহুল আমিন, আবুল এবং পণ্ডিত। এছাড়া খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- আবু, মাসুদ, মান্নান, শামীম, সোহেল ও দেলোয়ার। বিচার চলাকালীন যারা মারা গেছেন তারা হলেন- আবুল হাসেম ও শওকত।

রায়ের বিষয়ে অতিরিক্ত পিপি ওমর ফারুক নয়ন বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। তবে যারা এখনও পলাতক রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]