38062

09/06/2025 মুন্সিগঞ্জে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

মুন্সিগঞ্জে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

জেলা সংবাদদাতা, মুন্সিগঞ্জ

৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪০

মুন্সিগঞ্জের সদর উপজেলার আধারা ইউনিয়নের কালীরচর এলাকায় মেঘনায় তীর ঘেঁষে অবৈধ ভাবে বালু উত্তোলনে স্থানীয়রা বাঁধা দেওয়ায় উত্তোলনকারীদের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে আহতদের মধ্যে নূর আলমের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মেঘনা নদীর পাড় কালীরচরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, আরিফ, নূর আলম ও সোলেমান।

আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কজেল হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিবরিয়া মিজি ও শাহজাহান মিজি নেতৃত্বে সশস্ত্র বাহিনী,সহযোগী মিছির আলী ও হোসেন মিজি সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি কালীরচরের রেকর্ডভুক্ত জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।

এ নিয়ে এলাকাবাসী একাধিকবার প্রশাসনের সহযোগিতা চাইলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুক্রবার বিকেলে স্থানীয়রা নিজেদের কৃষি জমি রক্ষায় বাঁধা দিলে কিবরিয়া বাহিনীর জসিম, মিছির আলী, শাহজাহান, হোসেন মিজি ও খোকন সহ ১০-১২ জন অস্ত্রধারী স্পিডবোট করে এসে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আরিফ, নূর আলম ও সোলেমান গুলিবিদ্ধ হয়। এঘটনায় নূর আলমের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, বালু ব্যবসায়ীরা তাদের নির্ধারিত সীমা অতিক্রম করে রেকর্ডভুক্ত জমি থেকেও বালু উত্তোলন করছে। এর ফলে ফসলি জমি ধসে পড়ছে, বাড়িঘরে ভাঙন দেখা দিচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল ইসলাম বলেন, তিনজন গুলিবিদ্ধের খবর শুনেছি। আইনশৃঙ্খলা অবনতি হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে জমির সীমানা নির্ধারণের বিষয়টি পুলিশের আওতায় পড়ে না। বিষয়টি নিয়ে কোন লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]