38092

09/06/2025 ‘মানবতার রাজনীতি ছাড়া মিথ্যা-জুলুম-স্বৈরদস্যুতা থেকে মুক্তি নেই’

‘মানবতার রাজনীতি ছাড়া মিথ্যা-জুলুম-স্বৈরদস্যুতা থেকে মুক্তি নেই’

নিজস্ব প্রতিবেদক

৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৩

বিশ্বনবীর (সা.) মত ও পথের আলোকে সর্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মিথ্যা, জুলুম, খুন, সন্ত্রাস ও স্বৈরদস্যুতার হাত থেকে মুক্তির আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের নেতারা।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাণাধিক প্রিয়নবীর দেওয়া সত্য মানবতার মুক্তির আসল ইসলাম আজ বিলুপ্তপ্রায়। ইসলামের ছদ্মবেশে নানা পথ ও মতের বিস্তার ঘটছে। যা আসল ইসলাম ও মুসলিম মিল্লাতকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

ইমাম হায়াত অভিযোগ করে বলেন, ইসলামী রাষ্ট্র ও রাজনীতির নামে যা চলছে, তা আদতে আসল ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।প্রিয়নবীর দেওয়া রাজনৈতিক দিকদর্শনই হচ্ছে— সব মানুষের সমান মালিকানা ভিত্তিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক মানবতার রাষ্ট্র, যা তিনি ‘খেলাফতে ইনসানিয়াত’ হিসেবে অভিহিত করেন।

তিনি আরও বলেন, ইসলাম ক্ষমতার বলে চাপিয়ে দেওয়ার ধর্ম নয়। ইসলামে জোরজবরদস্তি নিষিদ্ধ। অথচ আজ ইসলামের নামে একক ধর্মের রাষ্ট্র প্রতিষ্ঠা করে দলীয় মতবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে। এভাবে আসল ইসলাম ধ্বংস করে রাষ্ট্র দখলের ষড়যন্ত্র চলছে।

ঈদে মিলাদুন্নবীকে তিনি শুধু আনুষ্ঠানিকতা হিসেবে পালনের সমালোচনা করেন। তার মতে, প্রিয়নবীর শুভাগমনের আসল লক্ষ্য আড়াল করে অরাজনৈতিকভাবে বা কোনো স্বৈরতান্ত্রিক শক্তির সহযোগী হয়ে এ অনুষ্ঠান পালন আসলে ঈদে আজমের লক্ষ্যকে অস্বীকার করা।
তিনি বলেন, এমন গতানুগতিক উদযাপন মুক্তি আনে না, বরং ধ্বংস ডেকে আনে।

ইমাম হায়াত ঘোষণা দেন, ঈদে আজমের প্রকৃত তাৎপর্য হলো— মিথ্যা, জুলুম, খুন, গুম, সন্ত্রাস, বৈষম্য, দারিদ্র্য ও স্বৈরশাসন থেকে মানবতার মুক্তি। এজন্য তিনি মানবতার রাজনীতির ভিত্তিতে নতুন রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থা গড়ে তোলার শপথে ঈদে আজম পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রাণাধিক প্রিয়নবীকে পাওয়ার ঈদই আল্লাহ তাআলাকে পাওয়ার অসীম ঈদ। এ ঈদ শুধু উৎসব নয়, বরং মানবতার মুক্তি সাধনার অঙ্গীকার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]