38166

09/09/2025 ভালুকের আক্রমণে ক্ষত বিক্ষত কোক স্টুডিওর গায়িকা

ভালুকের আক্রমণে ক্ষত বিক্ষত কোক স্টুডিওর গায়িকা

বিনোদন ডেস্ক

৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:১১

ঘুরতে গিয়ে বিপদে পড়েছেন কোক স্টুডিও খ্যাত গায়িকা। বন্য প্রাণীর আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে তার হাত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ঘটনাটি ঘটেছে ‘কোক স্টুডিয়ো পাকিস্তান’-এর অসংখ্য জনপ্রিয় গানের গায়িকা কুরাতুলাইন বালুচের সঙ্গে। ৪ সেপ্টেম্বর দেওসাই জাতীয় উদ্যানে বেড়াতে যান তিনি। সেখানে ভালুকের আঘাতে রক্তাক্ত হন গায়িকা।

উদ্যানে ঘুরতে গিয়ে তাঁবুতে ঘুমোচ্ছিলেন কুরাতুলাইন বালুচ। আচমকা এক ভালুক আক্রমণ করে বসে তাকে। হাত ক্ষত বিক্ষত হয় গায়িকার। তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয় জনপ্রিয় এ কণ্ঠশিল্পীকে।

আপাতত কুরাতুলাইন বালুচের অবস্থা স্থিতিশীল। হাতের হাড় ভাঙেনি। তবে ক্ষত সারতে সময় লাগবে বলে জানানো হয়েছে গায়িকার টিমের তরফ থেকে। এর বেশি কিছু জানাতে অনিচ্ছুক তার দল। গোপনীয়তা বজায় রাখার পক্ষে তারা।

২০১১ সালে ‘আঁখিয়া নু রেহন দে’ গানের মাধ্যমে সংগীতে ক্যারিয়ার শুরু হয় কুরাতুলাইন বালুচের। কোক স্টুডিওর বাইরেও জনপ্রিয় গান রয়েছে তার। উদাহরণ স্বরূপ পাকিস্তানি ধারাবাহিক ‘হমসফর’-এ ‘ওহ হমসফর থা’ গানের কথা বলা যায়।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]