38234

09/09/2025 বিসিবি নির্বাচনে সংঘাতের সুযোগ নেই’

বিসিবি নির্বাচনে সংঘাতের সুযোগ নেই’

খেলা ডেস্ক

৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। গঠনতন্ত্রের ৫ম অধ্যায়ের ১৯(ক) অনুচ্ছেদ অনুসারে ইতিমধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন নির্বাচনের বিধিমালা তৈরি, ভোটার তালিকা চূড়ান্তকরণ, নির্বাচন শিডিউল ঘোষণা এবং পুরো নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে।

নিয়ম অনুযায়ী, বিসিবির নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহেই শেষ করতে হবে। সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন।

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পুনরায় সভাপতি পদে লড়বেন বলে জানা গেছে। তিনি জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্যাটাগরি-১ থেকে প্রার্থী হবেন। অন্যদিকে, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল পরিচালক পদে প্রার্থী হয়ে সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তিনি অংশ নেবেন ক্যাটাগরি-২ (ক্লাব প্রতিনিধি) থেকে।

তামিমকে বিএনপির সমর্থন রয়েছে বলে দাবি করেছেন বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবী। নির্বাচনে বর্তমান সভাপতি নিজে প্রার্থী হওয়ায়, কমিশন গঠন নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ তুলছেন অনেকেই। তামিমও সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

জানা যায়, তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিসিবির মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের তিন সদস্যের কেউই বিসিবির সরাসরি সংশ্লিষ্ট নন। একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, একজন জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি এবং একজন সুপ্রিম কোর্টের আইনজীবী রয়েছেন। কাজেই স্বার্থের সংঘাতের প্রশ্নই আসে না।’

এদিকে গুঞ্জন চলছে, সাবেক সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদও নির্বাচনে অংশ নিতে পারেন। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। এ বিষয়ে মিঠু বলেন, ‘ফারুক ভাই এলে ভালো হবে। তামিমের ক্রিকেট ক্যারিয়ারও চমৎকার। আমিনুলও বোর্ডে অনেক কাজ করেছেন। অভিজ্ঞ ক্রিকেটাররা বোর্ডে আসলে দেশের ক্রিকেটেরই মঙ্গল।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]