38288

09/10/2025 দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রফতানির সিদ্ধান্ত

দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রফতানির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২১

প্রতিবছরের মতো চলতি বছরও দুর্গাপূজা উপলক্ষে ভারতে শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বছর মোট এক হাজার ২০০ মেট্রিকটন ইলিশ ভারতে রপ্তানির জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি-২ শাখার উপসচিব এস.এইচ.এম. মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে রপ্তানি করতে আগ্রহী ব্যবসায়ীদের আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে (বিকেল ৫টা পর্যন্ত) হার্ড কপিতে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আবেদন করার নিয়ম ও শর্তাবলি:

১. আবেদনের সঙ্গে রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

২. প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২.৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে সরকার। উল্লেখ করা হয়েছে, এর আগে যারা আহ্বান ব্যতিরেকে আবেদন করেছেন, তাদেরকেও পুনরায় নতুনভাবে আবেদন করতে হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]