38298

09/10/2025 বনের গাছ চুরি ও পাচার রোধে আনা হচ্ছে প্রযুক্তি নির্ভর নজরদারিতে

বনের গাছ চুরি ও পাচার রোধে আনা হচ্ছে প্রযুক্তি নির্ভর নজরদারিতে

নিজস্ব প্রতিবেদক

৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৮

পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বনের গাছ চুরি ও অন্যান্য সম্পদের অবৈধ পাচার প্রতিরোধে বনকে প্রযুক্তি নির্ভর নজরদারির আওতায় আনা হচ্ছে। স্যাটেলাইট ইমেজ, ড্রোন প্রযুক্তি ও আধুনিক তথ্য–উপাত্ত ব্যবহার করে শিগগিরই দেশের বন পর্যবেক্ষণ কার্যক্রম শুরু হবে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে রেমা–কালেঙ্গা সংরক্ষিত বনের অনলাইন মনিটরিং বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, রেমা–কালেঙ্গা, সাতছড়ি ও লাঠিটিলা সংরক্ষিত বনের ২০১৫, ২০২০ ও ২০২৫ সালের স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে পরিবর্তন শনাক্তকরণে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) কাজ করবে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয় থেকে হাই রেজুলেশন ইমেজ এবং সার্ভে অব বাংলাদেশ থেকে ড্রোন সহায়তা নেওয়া হবে।

সভায় জানানো হয়, অচিরেই বন অধিদপ্তর রেমা–কালেঙ্গায় মাতৃগাছ জরিপ ও নম্বর প্রদানের কাজ শুরু করবে। সুফল প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীরা এ কাজে নিয়োজিত থাকবে। দেশের সব বনাঞ্চলে পর্যায়ক্রমে মাতৃগাছ শনাক্তকরণ কার্যক্রম চালু করা হবে।

সভায় উপস্থিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বনকে প্রযুক্তি নির্ভর নজরদারিতে আনতে বন অধিদপ্তরের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান নেওয়া হবে। এ কাজে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি বিশেষজ্ঞদেরও সম্পৃক্ত করা হবে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, যুগ্মসচিব (বন) শামিমা বেগম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, উপপ্রধান বন সংরক্ষক মো. রকিবুল হাসান মুকুলসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]