38487

09/11/2025 বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ নেতা আমিন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ নেতা আমিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩১

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিনকে (৪৯) গ্রেপ্তার করেছে সিআইডি।

বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলী লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় কমিশনার ইলিয়াসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জসীম উদ্দিন খান বলেন, গ্রেপ্তার হেদায়েতুল ইসলাম আমিনকে সূত্রাপুর থানার মামলায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম। ঘটনার পর নিহতের মা কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন।

বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। গ্রেপ্তার হেদায়েতুল ইসলাম আমিনকে বিজ্ঞ আদালতে সোপর্দ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]