38591

09/13/2025 মিমির মুড সুইং কখন হচ্ছে আমি জানি: আবীর চ্যাটার্জি

মিমির মুড সুইং কখন হচ্ছে আমি জানি: আবীর চ্যাটার্জি

বিনোদন ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৭

টালিউড তারকা মিমি চক্রবর্তী ও আবীর চ্যাটার্জিকে নিয়ে বেশ আলোচনা চলছে। ‘রক্তবীজ ২’ সিনেমায় মিমির নীল বিকিনি লুক যেমন নজর কেড়েছে, তেমনি আবীরের সঙ্গে তার রোম্যান্টিক দৃশ্যও বেশ মুগ্ধ করেছে দর্শকদের।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, মিমি আর আবীরের পরিচয় বহু বছরের। ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় একসঙ্গে কাজ করে আলোচনায় এসেছিলেন তারা। ক্যামেরায় মিমির সঙ্গে রোম্যান্স করতে কতটা সুবিধা হয়েছে আবীরের- এমন প্রশ্নের মুখে পড়েন অভিনেতা।

আবীর চ্যাটার্জি মজার ছলেই উত্তর দিয়ে বললেন, ‘আমি ওকে (মিমিকে) বললাম, এত পরিশ্রম করে চেহারা তৈরি করলি, শেষে আমার সঙ্গে রোম্যান্স করার জন্য! ছিঃ ছিঃ, এই ছিল তোর কপালে! কী করলি মিমি!’

আবীর এও বলেন, ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি মিমির মুড সুইং কখন হচ্ছে। ও কখন কী করতে চাইছে।’

এই ছবিতে মিমি-আবীর জুটি ছাড়াও দর্শক পাবেন অঙ্কুশ-কৌশানীর নতুন জুটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]