38774

09/15/2025 যে সমীকরণে সুপার ফোরে যেতে পারে বাংলাদেশ

যে সমীকরণে সুপার ফোরে যেতে পারে বাংলাদেশ

খেলা ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২১

এশিয়া কাপের ১৭তম আসর চলছে। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে হংকংকে হারিয়ে মিশন শুরু করা বাংলাদেশ; নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে সুপার ফোরে খেলা কঠিন হয়ে গেছে।

আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচটি টাইগারদের জন্য ‘অঘোষিত’ ফাইনালের মতো। সেই ম্যাচে হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

শুধু জয় পেলেই হবে না, রানরেটের জটিল সমীকরণও মেলাতে হবে।

আফগানদের হারাতে পারলে সুপার ফোরের আশা বেঁচে থাকবে। তখন ৪ পয়েন্ট নিয়ে অপেক্ষা করতে হবে আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফলাফলের জন্য। যদি শ্রীলংকার বিপক্ষেও আফগানিস্তান হারে, তাহলে তাদের মোট পয়েন্ট হবে ২, আর বাংলাদেশের ৪। ফলে নেট রানরেটের হিসাব ছাড়াই সুপার ফোরে যাবে বাংলাদেশ।

আর যদি শ্রীলংকার বিপক্ষে আফগানিস্তান জিতে যায়, তাহলে তাদেরও পয়েন্ট হবে বাংলাদেশের সমান। তখন নেট রানরেটের হিসাব সামনে আসবে। সেটা নির্ভর করছে, বাংলাদেশ কত বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাতে পারবে সেটার ওপর। এই ম্যাচের পর জানা যাবে সেই সমীকরণ।

আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা হারলে বাংলাদেশের সামনে আরো একটা পথ খোলা থাকবে। সেক্ষেত্রে হংকংয়ের কাছে শ্রীলংকাকে হারাতে হবে। তাহলে শ্রীলংকা ও হংকংয়ের পয়েন্ট ২ হবে, আর ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরে যাবে বাংলাদেশ। তবে বাস্তবে এটার সম্ভাবনা খুবই কম।

আর যদি শ্রীলংকা ক্রিকেট দল আফগানিস্তানের কাছে হারে, এবং হংকংয়ের বিপক্ষে জেতে তাহলে শ্রীলংকার সঙ্গে নেট রানরেটের হিসাব হবে বাংলাদেশের। তখন এক্স ফ্যাক্টর হবে বাংলাদেশ কত ব্যবধানে আফগানিস্তানকে হারায় সেটা।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]