38802

09/16/2025 বগুড়ায় মা-ছেলেকে গলা কেটে খুন

বগুড়ায় মা-ছেলেকে গলা কেটে খুন

জেলা সংবাদদাতা, রাজশাহী

১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৬

বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তার ছেলেকে গলাকেটে খুন করেছে দুবৃর্ত্তরা। সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে কোনো এক সময়ে উপজেলার গুজিয়ার সাদুল্লাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৩৫) ও তার ছেলে ইমরান নাজির (১৮)। ইমরান বগুড়ার ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ওই বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে আসেন। এ সময় তারা ভেতর থেকে বাড়ির দরজা বন্ধ পায়। চিৎকার ডাকাডাকির পরও দরজা না খুললে প্রতিবেশীদের সন্দেহ হয়। তখন তারা দেওয়াল টপকে বাড়ির ভেতর প্রবেশ করে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]