38859

09/17/2025 চোর সন্দেহে যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

চোর সন্দেহে যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

জেলা সংবাদদাতা, মাগুরা

১৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৭

মাগুরার মহম্মদপুরে চুরির অভিযোগে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. ইসরাফিল (৪০)। তিনি জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, মঙ্গলবার ভোরে জাঙ্গালিয়া গ্রামে তিনটি মুঠোফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা চুরি হয়। সকাল সাড়ে ছয়টার দিকে এলাকাবাসী ইসরাফিলকে নিজ বাড়ি থেকে ধরে এনে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা অভিযোগ করে জানান, কয়েক দিন আগে আগে নারায়ণপুর গ্রামের এক যুবকের মোবাইল চুরি হওয়ার পর থেকেই ইসরাফিলকে সন্দেহ করে আসছিল স্থানীয়রা। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

মহম্মদপুর ওসি মো. আব্দুর রহমান বলেন, একরামুল নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনায় ইসরাফিলকে অভিযুক্ত করে গণপিটুনি দেয় গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে আগে কয়েকটি চুরির অভিযোগ থাকলেও বর্তমানে কোনো মামলা নেই। সব দিক বিবেচনা করে ঘটনাটি তদন্ত চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]