দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তারা সুধারাম থানার সামনে ঢাকা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরে সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
এর আগে একই দাবিতে দুই দফায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণে এ কর্মসূচি আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন অভিভাবক আমজাদ হোসেন, সৌরভ হোসেন, নিজাম উদ্দিন এবং শিক্ষার্থী ইয়াছিন আরাফাত নাহিয়ান, মাইনুল হোসেনাইন ও সাজ্জাদ হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় আশপাশের গরিব ও দিনমজুর পরিবারের সন্তানদের একমাত্র ভরসা। কিন্তু প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ ভর্তির সময় নিয়ম বহির্ভূত অর্থ আদায় করছেন। সহকারী নারী শিক্ষকদের হেনস্তা, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, রশিদবিহীন চাঁদা আদায়সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকেও তিন থেকে ছয় মাস পর্যন্ত টিউশন ফি আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
অভিযোগকারীদের দাবি, অফিস সহকারী ইখতিয়ারের সহযোগিতায় ভুয়া বিল–ভাউচারের মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন ফান্ড থেকে অর্থ আত্মসাৎ করছেন প্রধান শিক্ষক। এমনকি জেলা ও উপজেলা শিক্ষা অফিসে অভিযোগ জানালে তিনি প্রভাব খাটিয়ে অভিযোগগুলো ব্যক্তিগত মোবাইলে সংগ্রহ করে পরবর্তীতে সংশ্লিষ্ট অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের হয়রানি করেন। একাধিকবার অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান বক্তারা।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, শিক্ষার্থীরা আমার কাছে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।