বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমেছিলেন ছোটপর্দার অভিনেতা আরশ খান। আন্দোলনে জয়লাভের পর ছাত্র-ছাত্রীদের সঙ্গে গ্রাফিতি অঙ্কনের কাজে অংশ নিয়েছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমে বেশ সরব অভিনেতা। সাম্প্রতিক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন।
এবার গ্রাম-অঞ্চলে চিকিৎসার ব্যবস্থার বেহাল অবস্থার কথা তুলে ধরলেন অভিনেতা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের গ্রাম অঞ্চলে কৃষক ভাই-বোন ও তাদের বাচ্চারা দিনের বড় একটা সময় মাঠে-ঘাটে অবস্থান করেন। সেই অঞ্চলগুলোতে কিছুদিন পরপর খবর আসে, অনেকেই সাপের কামড়ে মারা যাচ্ছেন। পৃথিবী যেখানে এত এগিয়ে যাচ্ছে, দেশ যেখানে আগাচ্ছে— আমাদের কৃষকদের জীবনব্যবস্থা সেইভাবে আগাচ্ছে না।
এরপর তিনি লেখেন, ‘গ্রামের মানুষদের ভালো চিকিৎসার জন্য এখনও বড় শহরে যেতে হয়। কিছু কিছু দুর্ঘটনার পর রোগীর এত সময় পায় না। যে অঞ্চলে সাপের উপদ্রব বেশি সেখানে পর্যাপ্ত অ্যান্টিভেনম রাখা উচিৎ।’
সবশেষে আরশ খান লিখেছেন, ‘এই বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের চিন্তা করা উচিত, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।’
সম্প্রতি অভিনেতার এক পোস্টের কারণে বেশ আলোচনা হয়েছিল। যেখানে ধূমপান নিয়ে নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরেছিলেন তিনি। যা পড়ে বিচলিত নেটিজেনরা। অনেকে ভাবছিল শারীরিক অবস্থা খুবই খারাপ আরশের।