38934

09/18/2025 ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ২ বছর পর প্রতারককে ধরলো পুলিশ

৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ২ বছর পর প্রতারককে ধরলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৭

ব্যাংকের প্রতিনিধি পরিচয়ে তথ্য সংগ্রহ করে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রায় দুই বছর পর রাজধানীর মগবাজার এলাকা থেকে নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীর নামে একজনকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মগবাজারের সেলিনা পারভীন রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মো. আব্দুল হাই নামে এক ব্যবসায়ী ২০২৩ সালের ২ অক্টোবর প্রতারণার শিকার হন। ওইদিন বিকেলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে নিজেকে ব্যাংকের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। পড়ে তার (আব্দুল হাই) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইস্টার্ণ ব্যাংকের কার্ড আপগ্রেড করার কথা বলে তথ্য নেন। কার্ড নম্বর ও পিন সংগ্রহ করে প্রতারক বিকাশের মাধ্যমে মোট ৬ লাখ টাকা হাতিয়ে নেয়।

তিনি বলেন, এ ঘটনায় পরদিন পল্টন মডেল থানায় মামলা হয়। মামলার তদন্তভার সিটিটিসির ওপর অর্পণ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার নুর উদ্দিনকে (৩৭) শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]