38956

09/18/2025 নেপালের সঙ্গে ড্র করেও ১৮৪তম বাংলাদেশ

নেপালের সঙ্গে ড্র করেও ১৮৪তম বাংলাদেশ

খেলা ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৩

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ পুরুষ ফুটবলের র‍্যাংকিং প্রকাশ করেছে। সেই র‍্যাংকিংয়ে জামাল-হামজাদের অবস্থান ১৮৪ তম। জুলাই মাসে প্রকাশিত র‍্যাংকিংয়েও বাংলাদেশ একই অবস্থানে ছিল।

জুলাই-আগস্টে জাতীয় দলের ম্যাচ ছিল না। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা ছিল। কাঠমান্ডুর উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশকে এক ম্যাচ খেলে দেশে ফিরতে হয়েছে। একমাত্র ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এতে বাংলাদেশ ও নেপাল উভয়েরই অবস্থান অপরিবর্তিত রয়েছে। নেপালের র‍্যাংকিং ১৭৬।

অক্টোবর উইন্ডোতে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। অক্টোবর উইন্ডোর পর ফিফা ২৩ অক্টোবর আবার র‍্যাংকিং প্রকাশ করবে। বাংলাদেশ নারী ফুটবল দল র‍্যাংকিংয়ে চমক দেখিয়েছে। সর্বশেষ প্রকাশিত ফুটবল র‍্যাংকিংয়ে ঋতুপর্ণারা সর্বোচ্চ ধাপ উন্নতি করেছিল।

পুরুষ ফুটবলে র‍্যাংকিংয়ে স্পেন প্রথম স্থানে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবনমিত হয়ে তৃতীয় স্থানে। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ট্রফি হারানো ফ্রান্স দ্বিতীয় স্থানে৷

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]