39001

09/19/2025 কারওয়ান বাজারে আ.লীগের মিছিল, গ্রেফতার ১

কারওয়ান বাজারে আ.লীগের মিছিল, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৫

রাজধানীর কারওয়ান বাজারে জুমার নামাজ শেষে ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আরিব হোসেন (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর কারওয়ান বাজারে পেট্রোবাংলার সামনে থেকে রেলগেইট পর্যন্ত শতাধিক ছাত্রলীগের নেতা-কর্মী এই মিছিল করে।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজের পরপরই কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের মিছিলে বের করে। এ সময় হঠাৎ করে ৫০-৬০ জন লোক এসে মিছিল দিয়ে এফডিসির দিকে চলে যায়। মিছিলের সময় কারওয়ান বাজারে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি দেখা গেছে।

‎গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, তারা নামাজের সময় মিছিল করেছে। আমাদের ধারণা ছিল নামাজের পর মিছিল হতে পারে। আমাদের সেইভাবে প্রস্তুতি নেওয়া ছিল। পরে মিছিলের খবর পেয়ে দ্রুত সেখান থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]